এ জীবন---
দু'মুঠো সুখের হাতছানি
আর চার মুঠো দুঃখের গ্লানি।
কখনও দুরবার গতিতে স্টিমারের বেগে চলা
কখনও ধরণীর খেয়ায় বাতাসে পাল তোলা।
কখনও রঙিন কল্পনায় মাতোয়ারা
কখনও দুর্বিষহ দুঃচিন্তার ত্রাসে দিশেহারা।


এ জীবন---
সহসা সুখের সাগরে টলমল
ক্ষণে বেদনার বানে ছলছল।
কখনও সরোবরে ফোটা ফুল
নন্দনে আকুল আর গন্ধে ব্যাকুল।
সকালের বিলাস যবে সাঁঝেই নাশ
জীবনকে ছুঁয়ে যায় বেদনার পরশ।


এ জীবন---
মুক্ত আকাশে মক্ষীর ন্যায় বিচরণ
ক্ষণে হেতু বিনা ধরণীর কারাবরণ।
তবুও যে জীবন
রক্ষার জন্য দান,
তা চির অক্ষয় অম্লান।