বর্ষাকালে টিনের চালে
বৃষ্টি ঝমাঝম্‌
এমন দিনে ইচ্ছে করে
খেতে আলুদম।


মা রেখেছে ইলিশ ভেজে
বাবা গেছে দমদম
ফেরার পথে আনবে কিনে
গরম চমচম।


কাগজ দিয়ে নৌকা বানাই
ভাসিয়ে দিই জলে
নৌকা যেন মালে বোঝাই
দুলে দুলে চলে।


"বই পড়ো মন দিয়ে" মা বলে
দুষ্টুমিটা কম
বাবা এসে শুনলে দেবে
উত্তম-মধ্যম।