সকাল থেকে মুখ করে ভার
ছিল আকাশখানা
মুখ কেন ভার কারণটা তার
হয়নি খোকার জানা।


আকাশ বলে ধারণ করি
সূর্য্যটাকে বুকে
তার হাসিতেই হাসি লেগে
থাকে আমার মুখে।


বাদল এসে সূর্য্যমামার
মুখ দিল যেই ঢেকে
ঠিক তখনি পবন এল
ছুটে কোথা থেকে।


সূর্য্য হাসে মিটিমিটি
বাদল পালায় ছুটে
সূর্য্য শুধোয় কেন এলে
ঘুমের থেকে উঠে।


নববর্ষের আনন্দেতে
ঘুমোওনি কাল রাতে
বাদলে মুখ ঢেকেছিলাম
ঘুমোও তুমি যাতে।