আলু পটল রান্না ঘরে
করছে বসে দ্বন্দ্ব
কার চেয়ে কে ভাল বেশী
আর কে হল মন্দ।


পটল বলে সব লোকে চায়
পটল চেরা চোখ
গোলগাল কেউ হলে বলে
আলুর মত লোক।


পটল চেরা চোখ কে না চায়
আলু হতে কে চায়
দিস বাড়িয়ে লোকের সুগার
নিস না তো তার দায়।


আমার নামে নেই বদনাম
লোকের ভালোই করি
দ্বন্দ করা মানায় না তোর
বলে দে তুই সরি।


চুপ থাকতে পারে না আলু
সে কথা শুনে বলে
বলতো পটল কার একদিন
আলু ছাড়া চলে।


সবাই আমায় ভালবাসে
দেখতে কি তুই চাস
ধনী গরিব সবার পাতে
কে থাকে বারমাস?


শুধু পটলের রান্না করে
ক'জন শুনি বল
জেনে রাখিস আমাকে ছাড়া
তুইও যে অচল।


জেনে রাখিস পেট ভরে না
পটল চেরা চোখে
আমাকে খোঁজে সবার আগে
বাজারে গিয়ে লোকে।


পটল চেরা চোখ না হওয়ায়
দুঃখ আমার নাই
দুঃখ সুখে সবার পাশে
থাকতে আমি চাই।