শুকিয়ে গিয়েছিল গলা
বৃষ্টি,বৃষ্টি করে
তাকিয়ে দেখি জানালা দিয়ে
সে এসেছে ভোরে।


আকাশখানা মেঘে ঢাকা
বায়ু বয় শনশন
হাওয়ার ছোঁয়ায় মনটা হল
হঠাৎই আনমন।


রয়েছে শুয়ে সূয্যি মামা
মেঘ চাদরে ঢেকে
হাওয়া এসে জানালাতে ঘা
মারছে থেকে থেকে।


মেঘটা এসে বলল হেসে
নে ভিজিয়ে গা
তোর প্রেমিকের এবার আসার
সময় হল না।


দুঃখ পাবি হয়তো শুনে
তুই এই সমাচার
জানিস কি তুই তোকে বিনে
কি দুর্দশা তার।


ঘুম নেই তার দুই আখিতে
তোলে না ভাত মুখে
ভাবিস নে তুই তোকে বিনে
সে আছে খুব সুখে।


আমায় দেখে বলল ডেকে
প্রিয়ার দেশে গেলে
তোমার ছোয়ায় আমার ছোয়া
দিও তাকে পেলে।


মেঘ কন্যা উঠল নেচে
কয়েক কথা বলে
ঝমঝমিয়ে বৃষ্টি নেমে
ভরিয়ে দিল জলে।


বিদ্যুৎ তার সাথেই ছিল
হঠাৎই চমকালো
পালিয়ে গেল অন্ধকার
চতুর্দিকে আলো।


কাছেই কোথাও বাজ পড়ল
কড় কড় কড় করে
মড় মড় মড় করে কোথাও
গাছ পড়ল ভেঙে।


নিবাসী পাখি ঘর হারাল
ভাঙল তাদের বাসা
তবুও তাদের জোড় ভাঙে নি
অটুট ভালবাসা।


উড়ো মেঘের বৃষ্টি এ নয়
এ বৃষ্টি মৌসুমী
আরও ভাল লাগত যদি
থাকতে পাশে তুমি।