আমি যদি গরু হতাম ভীষণ ভাল হত
ঘুচত দুঃখ, আদর যত্ন জুটত তবে কত।
গোশালাতে এখন গরু থাকে রাজার হালে
এত আদর যত্ন ভাগ্যে জোটেনি কোন কালে।
গরুর ভাগ্য বদলে গেছে রাজার সুনজরে
কেউ নেই যে আমার দিকে তাকায় দয়া করে।
জোটে না খাদ্য নেই আশ্রয় দুঃখের শেষ নাই
গরু হলে এসব দুঃখ থাকত কি আর ভাই?
আর চাইনে মানুষ হতে এবার গরু হতে চাই
ক্ষতি কি যদি গরু হয়ে সবার আদর পাই।
মা থাকে এখন বৃদ্ধাশ্রমে গরু হয়েছে মা
গরু ছাড়া স্বর্গে যাওয়ার সাধ যে মেটে না।
গরুর হাম্বা ডাকে স্বর্গের দরজা খুলে যায়
স্বর্গে যাওয়ার সুবর্ণ সুযোগ কে ছাড়তে চায়।
কুকর্ম করেও স্বর্গে যারা পেতে চায় ঠাঁই
তারা ভাবে এমন সুযোগ যাবে না ছাড়া ভাই।
গরুকে খাওয়ায় আদর করে স্বর্গে যাওয়ার তরে
ধরেছে তাই গরুর লেজ ভীষণ শক্ত করে।
গরুর ভাগ্যে জুটছে এখন উৎকোচই না কত
সত্যি যদি গরু হতাম ভীষণ ভাল হত।