নামটি ধরে তোমায় ডাকি
পথের পানে তাকিয়ে থাকি
তোমার সাড়া নাই
হঠাৎ কোথায় চলে গেলে
জনারণ্যে একলা ফেলে
কোথায় খুঁজে পাই।


খেলব বলে এসেছি আজ
ফেলে রেখে দরকারী কাজ
ভেবেছি যাব ভেসে
খরায় ফেটে যাচ্ছে মাটি
খুঁজে বেড়াই মানুষ খাটি
পাব সে কোন দেশে।


বড় উন্মুখ রঙীন অধর
ভেবেছে তার হবে কদর
অমৃতসুধা পানে
ভয়েতে প্রাণ শুকিয়ে কাঠ
সামনে বিশাল আধার মাঠ
কি হবে কে জানে।


আধার রাতেও তারা জ্বলে
সব যায় নি রসাতলে
হয়ো না হতাশ তাই
ধোকা দিয়ে পাবে না পার
এবার পিঠে পড়বেই মার
সাবধান হও ভাই।


আশা নিরাশার মধ্যিখানে
চলেছি জোয়ার ভাটার টানে
কূলটা পেতে চাই
দূর আকাশে জ্বলে তারা
হয়ো না ভয়ে দিশাহারা
চলার যে শেষ নাই।