আয় বৃষ্টি আয় ঝেঁপে তুই নদে আসুক বান
তুই না এলে শিব ঠাকুরের হবেই অভিমান।
ঝর ঝরিয়ে যদি ঝরিস শিব ঠাকুরের শিরে
মাসি, পিসি খুব খুশি হয় ভাঁজে মুড়ি, চিড়ে।
বৃষ্টি এলে তুই আমি নয় ময়ূরও নাচে বনে
বৃষ্টি যেন খুশির জোয়ার আনে সবার মনে।
রৌদ্র খরায় ভাল লাগে না বৃষ্টি সবাই চায়
সবাই ডাকে আয় বৃষ্টি ভিজিয়ে দিবি আয়।
টিনের চালে ঝম ঝমিয়ে বৃষ্টি যখন পড়ে
উঠোনে গিয়ে দাঁড়িয়ে ভিজি ইচ্ছে বড় করে।