তবে অবশেষে বোধোদয় হল নাকি?
জানি না কোন অভিপ্রায়ে
দাড়িয়েছ পাশে এসে
হে সাথী, দেবে কি এবারও ফাঁকি?
মিলেমিশে আছি আমরা সকলে
জানি একই পরিচয়
কিন্তু বিভেদপন্থী বিচারে
মনে জাগে সংশয়।
সাথে থেকেও কি আমরা ভিন্ন
জাগে মনে এই প্রশ্ন চিহ্ন।
আজও পাইনি উত্তর খুঁজে তার
কেন এই অবিচার?
সবাই তো অবগত
সুবিচার চেয়ে বহুদিন ধরে
হয়েছি প্রত্যাখ্যাত,
দাড়াওনি এসে পাশে
তাইতো ধরেছে চিড়, আমাদের বিশ্বাসে।
অনেক ত্যাগ করেছি স্বীকার
বলতে চাইনে সেই কথা আর
সকলেই অবগত
এখনও বুকেতে আছে তাজা দাগ
গত যুদ্ধের ক্ষত।
তোমরা কি তবে সব ভুলে গেলে
বলো, যদি এই প্রতিদান মেলে
সহযোদ্ধার আচারণে
তখন তো এটা ভাবা স্বাভাবিক
রয়েছে তাহলে নিশ্চয়ই ঠিক
কুমতলব মনে।
হে সাথী, তোমাদের সাথে আছি
আর নয় বিভাজন
শাসকেরা সদা ভেঙ্গে দিতে চায়
ঐক্যের বন্ধন।
আমরা রক্ত জল করে খাটি
কেন ছেড়ে দেব পাওনা
কে আছ বন্ধু, বল দেখি শুনি
যে তার প্রাপ্য চাও না।
বঞ্চিত করে ন্যায্য আধিকার
ওরা ভরে তুলতে চায় কোষাগার
ক্ষোভ তাই দানা বাঁধে
ধৈর্য্যের বাঁধ যদি ভেঙ্গে যায়
থাকবে না আর তখন উপায়
দায়ী হবে অপরাধে।
প্রাপ্য আমরা বুঝে পেতে চাই
সমবেত আজ হয়েছি সবাই
পেতে চাই সমাধান
অনুনয় বিনয় নয় কোন আর
এবার শুধুই চাই প্রতিকার
দিতে হবে সন্ধান