ফুটি ফাটা রোদ্দুর বুক জুড়ে তৃষ্ণা
না দেখেই চলে যাস খবরটা নিস না।
একদিন পিছে পিছে কতই না ঘুরেছিস
না জানি এখন কোন ক্ষেতে মই জুড়েছিস।
সময় বদলে গেছে কি বা দেব তোকে দোষ
জমি চষে ট্রাক্টরে বসে থাকে গরু, মোষ।
প্রজাপতি উড়ে উড়ে ফুলে ফুলে মধু খায়
খোকা ভাবে, মা বুঝি ডেকে নেবে, বুকে আয়।
বই নিয়ে বসলেই ক্ষিদে মারে পেটে কিল
মাছ নেই তাই মাছরাঙা ছেড়ে গেছে বিল।
কেউ চলে যায় তবু তার স্মৃতি রয়ে যায়
আবোল তাবোল যত ভেবে ভেবে হাসি পায়।