শুয়ে শুয়ে ভাবছি, লড়াই
জিতে গেলাম শেষে
নানা কথা বলছে লোকে
তাতে কি যায় আসে।


হয় না লড়াই সোজাসুজি
মারপ্যাঁচেতেই হয়
মানলে আইন হয় না সোজা
মোটেই পাওয়া জয়।


গোটা কতক লোক মরেছে
তাতে এত শোরগোল
জানে না ওরা প্রাণের চেয়েও
গদি কত আনমোল।


করতে হবে গদি দখল
লক্ষ্য ছিল অটল
চেয়েছে বিঘ্ন ঘটাতে যে
তুলেছে সে পটল।


কামনা করি তাদের আত্মার
শান্তি যেন হয়
আমি অহিংসার পূজারী
স্বৈরচারী নয়।