বয়স কেড়ে নিয়েছে আমার অনেক অধিকার
এখন ভালবাসে না কেউ আগের মত আর।
ছোট ছিলাম যখন, সবাই বাসত ভাল কত
ছোট্ট হয়ে চাই থাকতে আমি আগের মত।
ইচ্ছে করে উঠতে কোলে, মনে অনেক বায়না
কি করে সে কথা বোঝাই, কেউ বুঝতে চায়না।
এখন ভালবাসে না কেউ , ডাকে না কাছে  আয়
একলা ফেলে সবাই এখন দূরেই যেতে চায়।
কেউ এখন আর রাগ করে না ভুলও যদি হয়
এটা কোন বড়ো হওয়ার  হল কি পরিচয়।
ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে শুতে
ভেজালে কাঁথা রাগ করেনি মা কখনো ধুতে।
মায়ের মধুর বকুনি খেতে ইচ্ছে বড় করে
ধোয়াত মাথা আদর করে ধরত যখন জ্বরে।
মা নেই আমার, আদরও নেই, দুঃখ মনে তাই
আমার মনের দুঃখ বোঝার কোন মানুষ নাই।