বাবা মা ও আমি মিলে আমাদের সংসার
আমি ছাড়া সেখানেতে ছোট নেই কেউ আর।
কত নানা কথা বলে বাবা ও মা দুজনে
ভাবে না তো বহু কথা আছে ছোট এ মনে।
ব্যস্ত রয় মা বাবা সদা সময়ের অভাবে
তারা বড় খিটখিটে হয়ে গেছে স্বভাবে।  
মন চায় ছুটে যেতে ফ্ল্যাট  ছেড়ে বাইরে
খেলাধূলা আছে বলে স্কুলে  যাইরে।
রাজনীতি নিয়ে কত আলোচনা ঘরেতে
লাগে বড় বিশ্রী ধরে যেন জ্বরেতে।
গল্প শুনতে চেয়ে যদি করি আবদার
বলে পড়া-শোনা কর নেই তার দরকার।  
তারা কি বোঝেনা নাকি বুঝতেই চায় না
বলে এ  কি বেয়াদপি, কেন এতো বায়না।
লাগে বড় একা একা, বল ভাল লাগে কার
কম্পিউটারে গেম ভাল লাগে না তো আর।