অন্ধকার বার বার পথ আটকায়
হায়নার মত হেসে উঠে।
ভেবেছিল ময়দান ছেড়ে দেব
                       বিনা প্রতিদ্বন্দ্বিতায়......
নিরস্ত করতে পারেনি ওরা
সংকল্প করেছি গ্রহণ।
মুখ বুজে সওয়া নয় আর অত্যাচার
অভিযানে প্রয়োজনে দেব প্রাণ অকাতরে
সংগ্রাম রাখব অব্যাহত।
অবহেলা, ঘৃণা অহেতুক তিরস্কার
বার বার দিয়েছ উপহার
সমান অধিকার থেকে করেছ বঞ্চিত
ভিত্তিহীন অনুমানে দিয়েছ মিথ্যা বদনাম
কলঙ্ক লেপন করে হয়েছ পুলকিত।
একবিংশ শতাব্দীতিতে সভ্যতার পরিণাম
                                     দেখে হই বিস্মিত
খাদের কিনারে দাঁড়িয়ে টালমাটাল সভ্যতা
ধ্বংসলীলার প্রতিযোগিতা আয়োজন করে।