কেন বার বার মনের দ্বারে
এসে করো করাঘাত
বলতে পারি না ফিরে চলে যাও
কখনো করিনি দ্বার খুলে আহ্বান।
তবু বার বার স্বপ্নের সিঁড়ি বেয়ে
আমার হৃদয়ের গোপন কক্ষে প্রবেশ করেছ
সব ব্যথা চেয়েছ নিমেষে জুড়িয়ে দিতে।


হে স্বপ্নচারিণী
জানি না কে তুমি
হৃদয় আমার নেই এখন আর বশে
সব আমার হয়ে গিয়েছে তোমার
আর নেই তব অধিকারে সন্দেহ।
জেগে উঠে বিস্ময়
তাতে কি বা আসে যায়
বোঝে না আপন না হলে অবাধে
হৃদয়ে প্রবেশ কভু সম্ভব নয়।


জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না
এ বিষয়ে নেই মনে কোন সংশয়
কেউ কেউ আপনার না হয়েও
আপন জনের চেয়েও বেশী আপনার হয়।
সারা মন জুড়ে চলে তার আনাগোনা
অজান্তে চলে মন দেওয়া নেওয়া
তৃষ্ণার্ত চাতকের মত মন থাকে    
                                         প্রতিক্ষায়
কত মেঘ জমে ঐ দূর পাহাড়ের গায়
মনে কত সাধ হয় বৃষ্টিতে ভেজার
মেঘগুলো ঐ দূর, আরো দূরে
উড়ে চলে যায়।