জেগে আছি কখন থেকে সূর্য্য কখন উঠবে!
ঘুমিয়ে থাকা ফুল গুলো কখন আবার ফুটবে।
শৃগালদের নৈরাজ্যে তারস্বরে হুক্কাহুয়া রব
একচ্ছত্র আধিপত্য নির্বিরোধ আনন্দ উৎসব।
বিক্ষুব্ধসত্তা গুমরায় নিভৃতে সে আজ পরিত্যক্ত
স্বীকৃত বাক স্বাধীনতা তবু বহু কথা অব্যক্ত।
জ্যোৎস্নার কৌমার্য লুণ্ঠনের কুপ্রচেষ্টা অব্যাহত
ক্যানসার মজ্জায় বিস্তৃত হচ্ছে প্রতিদিন ক্রমাগত।
টলটলে জল গঙ্গায় মেলা এখন হয়েছে ভার
তবু সব পাপ ধুয়ে পবিত্রতার দায়িত্ব কাঁধে তার।
চারিদিক অবিন্যস্ত ডাস্টবিনে নবজাতকের ক্রন্দন
গুটিকয় উৎসুক সারমেয় তার আত্মীয় পরিজন।
মানবতা হয়েছে আক্রান্ত সন্ত্রাস কেড়েছে ঘুম
বিস্ফোরণে ভেঙে খানখান হচ্ছে রাত্রির নিঝুম।
অনেকেই জেগে আড়মোড়া ভাঙছে বিছানায়
জাগবে ওরা রয়েছে নতুন ভোরের অপেক্ষায়।