ঘন কাল মেঘ নেই আর আকাশে
বর্ষার শেষে নিয়েছে বিদায়
আকাশ জুড়ে পেঁজা মেঘ খেলে
শরৎ এল ডেকে  বলে যায়।


শিউলির ডাল গেছে ফুলে ভরে
পূজোর দেরী নেই বেশী আর
সাদা কাশ ফুল দোলায় মাথা
পেয়েছে ওরাও সেই সমাচার।


খাল বিল সব ভরে আছে জলে
ফুটেছে কমল দিঘি সরোবরে
সে প্রস্তুত জীবন নিবেদন তরে
শরতে মার চরণ পরে।

কদিন পরে সাজবে পূজো মণ্ডপ
আবার কাঠি পড়বে ঢাকে
বাচ্চা বুড়ো সেজে গুজে
দেখতে যাবে দুগগা মাকে।


করছে সবাই পূজোর বাজার এখন
বইছে মনে খুশির জোয়ার
শরতে আছে কোন অজানা যাদু
পেয়েছ কি কেউ খবরটা তার?


নতুন জামা কাপড় জুতো
জুড়োয় মনের সকল ব্যথা
মা আসছে, সেই বারতায়
কচি ধান শীষ দোলায় মাথা।


শরৎ এলে সব ব্যথা ভুলে
খুশিতে মন উঠে ভরে
প্রবাসী মন করে আনচান
হয় ব্যস্ত ফিরতে ঘরে।


যেদিকে তাকাই শরৎকালে
খুশির ছটা দেখতে পাই
হাওয়ার পরশ মনকে মাতায়
অতুলনীয় শরৎ তাই।