তুমি কে তরুণী
বল দেখি শুনি
দাড়ায়ে রয়েছ কার প্রতীক্ষায়
বেলা বয়ে যায়
এল না সে হায়!
দিন গিয়ে সন্ধ্যা হয়ে এল প্রায়।


চুলে ফুল গোঁজা
দেখে যায় বোঝা
আসিয়াছ অভিসারে
মন উচাটন
আসিবে কখন
ভাবিতেছ বারে বারে।


জান না কখন
দিয়েছ যে মন
হৃদয় জুড়ে সে আছে
চাও ধরা দিতে
অতি নিভৃতে
তুমি কি তাহার কাছে।


সে এক বেকার
বুকে আছে তার
ভালবাসা সীমাহীন
ইচ্ছা তোমার
বক্ষেতে তার
যেন,ঠাঁই মেলে চিরদিন।


ফেলে বহু কাজ
ভুলে সব লাজ
এলে মিলনের তরে
সব কাজে প্রায়
ভুল হয়ে যায়
মন আর বসে না ঘরে।


যত কথা মনে
বসে দুই জনে
দিও তা উজাড় করে
চলে যেও ভেসে
স্বপ্নের দেশে
সুখে থাক বুক ভরে।