সন্ধ্যা হলে জোনাক জ্বলে
আসে ফুলের গন্ধ
খুলে দিই সব জানলা ঘরের
রাখিনে আর বন্ধ।


ঘরে ঘরে পিদিম জ্বলে
পাখিরা ফেরে ঘরে
ভীষণ খুশি বাসায় ফিরে
সারা দিনের পরে।


হয় কিছুক্ষণ কিচির মিচির
তার পর ওরা শান্ত
ঘুম এসে হাত বুলায় চোখে
ওরা যে খুব ক্লান্ত।


বাবাও ফেরে অফিস থেকে
অনেক রাতে ঘরে
হাত কপালে ভাবে সংসার
চলবে কেমন করে।


ঘুম পাড়ানি মাসী বাবার
চোখেতে ঘুম দাও
নিশ্চিন্তে আমার গরিব
বাবা ঘুমায় চাও।