গাছের তলায় মোদের গ্রাম
সবুজ পাতায় ঢাকা
যাইনি ভুলে আজও আছে
স্মৃতির পটে আঁকা।


হেথায় হোথায় তাল সুপুরি
কোথাও খেঁজুর আম
নীল গগনের তলে মোদের
সেই যে ছোট্ট গ্রাম।


সকাল বেলায় গাছের ডালে
ডাকত শালিক টিয়ে
চাষী যেত হাল চালাতে
লাঙ্গল কাঁধে নিয়ে।


চৈত্র মাসের চৈতি হাওয়া
ভাটিয়ালি গান
বাঁশির সুরে নেচে নেচে
জুড়াতো মন প্রাণ।


মাঝ গাঙ্গে ভাঁটির সময়
জেলেরা জাল ফেলে
আনত ধরে ট্যাংরা বোয়াল
নয়তো চিংড়ি, বেলে।


পৌষে হত নতুন ধানে
মিষ্টি পিঠে পুলি
স্বাদ এখনো মুখে লেগে
কেমন করে ভুলি।


কাজ করেছি মিলেমিশে
সবাই আপন ভাই
কোথায় গেল মধুর প্রীতি
ভাবছি বসে তাই।