শুনছি কাপের ঠোকাঠুকি
       সেই সে কখন থেকে
বনমালীদা, চা দাও গরম
       বলছে সবাই ডেকে।


পায় না ভেবে বনমালীদা
       কোন দিকেতে যাবে
সন্দেহ নেই রাগ হবে তার
       যে আগে না পাবে।


বনমালীদা বলে দাড়ান
       আসছি তাড়াতাড়ি
চা এনেছি,এবার নিয়ে
       আসি চায়ের গাড়ি।


বনমালী এক্সপ্রেসে চড়ে
       আসে চায়ের কাপ
যতক্ষণে টেবিলে আসে
       ফুরোয় তার উত্তাপ।


দুধ চা চাই কারো
       আবার কারো বা চাই লাল
সে সব কথা মনে রেখে
       বনমালীদা নাজেহাল।


বিস্কুট চায় কেউ গুড ডে
        কারো ক্রীম ক্র্যাকার চাই
কেউ বলে ও বনমালীদা
         অন্য কিছু নাই।


মাথা চুলকায় বনমালীদা
         সে পেতে চায় পার
ভুল হতে সে চায় না দিতে
          রয় সে হুশিয়ার।