বলতো দেখি আমার কথা মনে কি পড়ে তোর
দেখিস নাকি আমার ছবি এখনও হলে ভোর।
সকাল হলে এখনও কি তুই জানালা খুলে দিস
জানি থাকিস দূর বিদেশে করিস কি তুই মিস।
জানতে ভীষণ ইচ্ছে করে মনের কথা তোর
ভাবিস না তুই বলতে তোকে করছি কোন জোর।
চুলের খোঁপায় আগের মত গুঁজিস কি ফুল তুই
উদাস এখন হাসনুহানা, কৃষ্ণচূড়া, টগর, জুই।
কখনও গিয়ে বাস স্টপে দাড়াই যখন একা
যাই ভুলে তোর সাথে আমার আর হবে না দেখা।
আগের মতই সাজিস কি তুই করিস কি শৃঙ্গার
বলিনি তোকে দেখতে দারুণ লাগত চমৎকার।
পাখির মত আমায় ছেড়ে তুই গিয়েছিস উড়ে
জানবি তবু তুই রয়েছিস প্রাণটা আমার জুড়ে।
তোর দেশ হতে হাওয়া এসে যখন লাগে গায়
কত খুশি হই কি করে বোঝাই প্রাণ জুড়িয়ে যায়।