আকাশপানে তাকিয়ে ভাবি
এমনটা কি নাই জানা
সবাই ভাবে আমিও ভাবি
ভাবনায় তো নেই মানা।


দুঃখ কেন বাসা বাঁধে
মনের কোনে এসে
মন ছাড়া তার ঠাঁই কেন নাই
অন্য কোন দেশে?


লাগবে না আর ক্ষিদে এমন
উপায় কি তার নাই ?
ক্ষিদের আগুন জল ঢাললেও
নেভে না তো ভাই।


হাসি কান্না দেখতে চায় না
একে অপরের মুখ
কান্নার সাথে দুঃখ জোড়া
হাসির সাথে সুখ।


আকাশ পাতাল ভেবে বেড়াই
ভাবনার শেষ হয় না
একটা পলও জীবন কেন
ভাবনা ছাড়া রয় না।