ভারতবাসী হচ্ছে টা কি
পূব উত্তর দোরে
ড্রাগন এসে ধমকাচ্ছে
দেখছ তা চুপ করে।


নিজের ঘরে ঝগড়াঝাঁটি
করতে থাক ব্যস্ত
তাই বুঝি টের পাও না কখন
সূর্য গেছে অস্ত।


ড্রাগন এসে মুখের উপর
চোখ রাঙিয়ে যায়
সাহস কি নেই জবাব দেওয়ার
দাড়িয়ে দেখ ঠায়।


এত বছর কাটার পরেও
এখনও বাষট্টিতে
কবে হবে শক্তিশালী
পারবে জবাব দিতে।


মায়ের আঁচল টানছে ধরে
করছে জবরদস্তি
আরাম বিলাস ব্যসনে ডুবে
যাচ্ছ করে মস্তি।


নইলে ওরা সাহস কি পায়
ঘরে এসে ঢুকতে
নেই ক্ষমতা কিংবা সাহস
ভয় কেন পাও রুখতে?


দাড়িয়ে ওরা তাড়িয়ে দেওয়ার
নিত্য দিচ্ছে হুঙ্কার
অসহায় হয়ে দেখছ দাড়িয়ে
ব্যাপার বড়ই শঙ্কার।


অহিংসার আর দিও না দোহাই
জওয়ানেরা দেয় প্রাণ
এভাবে বাঁচানো যাবে কত দিন
ভারতের সম্মান।


উন্নত শির ভারতবাসীর
হতে কত দিন লাগবে
কথা দিতে কেউ পার কি আমাকে
এ ভারত কবে জাগবে।