কবিতা, তুমি তো আমূল বদলে গিয়েছ
দেখলে সহজে, এখন আর চেনা যায় না
তুমি কি কখনো দেখেছ তোমাকে নিজে
দাঁড়িয়ে কখনো সামনেতে রেখে আয়না।  


ছিলে তুমি কত সহজ, সরল, উদার
ছন্দেতে ছিল তোমার বুকটা ভরা  
তুমি আজও সেই কবিতাই আছ জানি
এখন আকাশে মেঘ নেই শুধুই খরা।  


তুমি এলোমেলো পায়ে কর বিচরণ
জানিনে কি আছে মনেতে অভিপ্রায়
তৃষ্ণা মিটবে সেই আশা বুকে নিয়ে
এখনও যে থাকি তোমার অপেক্ষায়।


তুমি ছাড়া আর কে বা আছ বল দেখি
মনের কথা যে সহজে বলতে পারে
না দেখে তোমাকে তাই তো যায় না থাকা
উলটে পালটে দেখি শুধু বারে বারে।


তুমি সে যতই বদলে যাওনা কেন
মনে গাঁথা রবে পুরোনো দিনের স্মৃতি
সময়ের সাথে বদলটা স্বাভাবিক
বিবর্তনের এটাই যে এক রীতি।