বিদায় জানাতে হয়েছি হাজির
                   ফিরে যাচ্ছ ছুটি শেষে
আপন করে নিয়েছিলে যেন
                   কদিন বেড়াতে এসে।


যেও না একথা বলতে পারি না
                     তোমাকে যেতেই হবে
এ জন্মে দেখা আর হবে কি না
                     হলে সে জানি না কবে।


চুপিচুপি কানে যে কথা বললে
                     প্রাণে যেন যাই মরে
ভেবেছ কখনো তুমি চলে গেলে
                     থাকব কেমন করে।


এই দেখা, শেষ দেখা এ জীবনে
                    এমন বলতে নাই
যত দূরে খুশি যেতে চাও যাও
                   তবুও বলো না যাই।


ট্রেন ছাড়বার হয়েছে সময়
                    চলে যাবে বহু দূর
কে রাখে খবর হৃদয় খানার
                    ভেঙে সে হচ্ছে চুর।


হাসি হাসি মুখে বিদায় জানাই
                      ফিরে এসো তাড়াতাড়ি
ভুলে যাবে নাতো সেই এক ভয়
                     লক্ষ্যেতে দিয়ে পাড়ি।


ট্রেনখানা আর যাচ্ছে না দেখা
                      তবু হাত নেড়ে যাই
হাতে হাত রেখে এখুনি তো ছিলে
                       নিমেষে এখুনি নাই!