খেতে চাস দুধ ভাত
করিসনে কান্না
মা রেগে গেলে আর
করবে না রান্না।


জানি পেটে খুব ক্ষিদে
তবু চুপ করে থাক
খুব মজা খাব আজ
নিম পাতা কচু শাক।


খুদ ভাতে মেখে নেব
নুন আর কাঁচা ঝাল
মা বলে সেই সবও
দামী খুব আজকাল।


সব কিছু খুব দামী
মানুষের দাম নাই
কার কি বা আসে যদি
অনাহারে মরে যাই।


আয় আয় উনুনের
পাশে বসি ছুটে আয়
ভাত বেড়ে ডাকছে মা
খিদে কত সওয়া যায়।


খেতে দেখে মা হাসে
ধরে না আনন্দ
বিদ্ঘুটে খিদে মেটে
আহা কি আনন্দ।