অকস্মাৎ বজ্রপাত ঘটিবে ভাবিনি
নির্মল আকাশে কোথাও মেঘ ছিল না তো
কেউ তো ভাবি নি
এই ভাবে লন্ডভন্ড হবে নিমেষেতে
প্রস্তুত ছিল না কেউ বিপর্যয় তরে
ঘরে ঘরে হাহাকার, ত্রাহি ত্রাহি রব
এই  বুঝি পৃথিবীর অন্তিম লগ্ন সমাগত
কত সাধের সৌধ হয়েছিল গড়া
আকাশ চুমিবে তায় সাধ ছিল মনে
সব কিছু হল  ভূলুণ্ঠিত  
ছিল যত আশা কল্পনা                        
ভেবেছিল ডানা মেলে উড়বে আকাশে
তারা করে পলায়ন হাতে নিয়ে প্রাণ
চতুর্দিকে নিস্তব্ধতা বিরাজমান
মুুখ থেকে ভাষা যেন গিয়াছে  হারায়ে
নির্নিমেষ দৃষ্টিতে  রয়েছে  তাকায়ে
উর্দ্ধমুখে আকাশের পানে
আজ কোন প্রতিবাদ নয়
নয় কোন বিরুদ্ধাচরণ
এমন আপোষ আগে দেখিনি করিতে
মরিতে-মারিতে যে হইত উদ্দ্যত
সে আজ মানিল হার, হইল সম্মত।
সব পরাক্রম ক্রমে ক্রমে ম্লান হল
ছিল না যাহা ভবিতব্য।
জয়ধ্বজা  কোথায় গিয়াছে উড়িয়া
আদেশের কোন করেনি পরোয়া
কোন পরোয়ানা আজ আর নয়
অনুচর সব করেছে পরিত্যাগ
একা একা আছ বসে
বিষন্নতা করেছে গ্রাস
সর্বনাশ এখন সর্বত্র বিরাজিত।
সব ভেদাভেদ মিটে গেছে আজ
ভাইয়েরা মিলিত হয়েছে শেষে
মুখ দর্শনে যারা বিরত ছিল এতকাল
হানাহানিতেই কেটে গেছে বহুকাল
আজ পশ্চাত্তাপ আর বৃথা দীর্ঘশ্বাসে
সেই দিন কভু আর ফিরে আসিবে না।
থেকো সতর্ক তাই যেন সর্বদা
অন্যথায় এই পরিনাম অবধারিত
তাই প্রস্তুত হতে হবে সবে একসাথে
একটা সুন্দর পৃথিবীর ভিত্তিভূমি
যেন দিয়ে যেতে পারি
আগামী প্রজন্মের হাতে।