দুরাকাঙ্খা বেঁধেছে বাসা সঙ্গোপনে
সে রয় এখন নিমজ্জিত নোংরামিতে
মনটা কানায় কানায় পূর্ণ এখন প্রদূষণে
বিশ্বাসকে দেখছে সবাই সন্দেহেতে।
নিপীড়িতা বিচার চেয়ে আদালতে উপস্থিত
ধর্ষকেরা বেড়ায় ঘুরে শঙ্কাহীন
ন্যায় বিচারের আশা তো নয় অনুচিত
নৈতিকতা বিপর্যস্ত হয়েছে দীন।
বিচারক দেয় অপরাধীর পক্ষে রায়
বিবেক এখন আই.সি.ইউ.তে মৃতপ্রায়
কবরে শায়িত নিপীড়িতার আত্মা কাঁদে বিচার চায়।
আইন শাস্ত্র দাও জ্বালিয়ে,অপরাধীর সমর্থক
অপরাধ সে করলেও তার শাস্তির নেই কোন বিধান
অটবীরা নিরবে করে আন্দোলন
অস্তিত্ব রক্ষা করার অঙ্গীকারে
সূর্য মেঘে ঢাকা থাকবে না আর বেশীক্ষণ
বিপ্লবকে সমাধানের জন্য জানাই আমন্ত্রণ।