সুন্দর বৈশাখ
সারা মনে জুড়ে থাক
এরকম দ্বিপ্রহর
লাগে বড় মনোহর
এইসব দিনগুলো
সত্যি কি পাব আর
সেই কথা বসে বসে
ভাবি আমি বহুবার।
এটা হল আম, জাম
কাঁঠালের সেরা মাস
খেজুর,লিচু,জামরুল
কচি কচি তালশাঁস।
কাঠফাটা রোদ্দুর
নেই মোটে শান্তি
ছায়াতলে বসে মেটে
পথিকের ক্লান্তি।
খাল,বিলে জল নেই
গেছে উড়ে আকাশে
আগুনের হলকা
লাগে এসে বাতাসে।
আকাশের পানে চেয়ে
চাতকেরা জল চায়
ঝোপে ঝাড়ে জঙ্গলে
ঘুঘু পাখি ডেকে যায়।
কালবৈশাখী আসে
ধেয়ে আসে যুদ্ধ
ছিল যেন কারাগারে
এতকাল রুদ্ধ।
যত জমা জঞ্জাল
নিয়ে যায় উড়িয়ে
যত জরাজীর্ণ
দেয় সব গুড়িয়ে।
মেঘ গুড় গুড় করে
বিদ্যুৎ হেসে যায়
গুড়িগুড়ি বৃষ্টি
আসে শেষে লজ্জায়।
মাটি তার বুক মেলে
চোখ করে বন্ধ
নিমেষেতে ম ম করে
সোঁদা মাটি গন্ধ।