ভেবেছি চলতে চলতে বলব না বলাই রয়ে গেল
দেখতে দেখতে বুঝিনি কখন সময় ফুরিয়ে এল।
হাতে হাত রেখে চোখে চোখ রেখে সন্ধ্যা এসেছে নেমে
বুঝিনি কখন দুজন বিজনে পড়েছি এমন প্রেমে।
কাজ নেই আর সামনে এগিয়ে চলো যাই বাড়ি ফিরে
দাদা ডেকে কবে ব্যাপার কি তোর দেরীর কারণ কি রে!
আমি মেয়ে তাই বাড়ির সবাই থাকে বড় চিন্তায়
মা কয় কখন কোথায় কি হয় সে কথা কি বলা যায়।
আসছে আঁধার ডুবছে সূর্য পাখি ফেরে তার ঘরে
দোহাই তোমার তাকিও না আর ও ভাবে অমন করে।
তোমার চাকরি পাকা হয়ে গেলে বলব বাড়িতে গিয়ে
তোমরা এখন অহেতুক আর ভেবো না আমাকে নিয়ে।
কিন্তু সে কথা মুখ ফুটে তারে হয়নি কখনো বলা
বলতে গেলেই বুঝি না হঠাৎ ধরে আসে যেন গলা।
মনের মধ্যে গুমরে গুমরে কথা গুলো কেঁদে মরে
তোমার কথায় রয়েছে আমার অন্তর জেনো ভরে।
না পারি বলিতে না পার গিলিতে হয়েছে ভীষণ জ্বালা
আপনার পথে চলি তারপর খুলে রাখি ব্যাগে মালা।
নজর এড়িয়ে আসি দুইজনে একে অপরের কাছে
কেউ যদি দেখে তবে গাল ভরা গল্প রটাবে পাছে।
নিরুপায় হয়ে হাত ছেড়ে দিয়ে ভিন্ন পথ ধরি দুই জনে
দেখি কত কথা বলাই হয়নি পড়ছে এখন মনে।