বৃষ্টি তোকে বলেছিলাম
আর যেন তুই আসিস না
অমন করে পাগল করা
তুই আর ভালবাসিস না।


আমার পানে তাকিয়ে তুই
অমন করে হাসিস না
তৃষ্ণাতে বুক যখন জ্বলে
তখন তো তুই আসিস না।


তুই আমাকে বলিস ডেকে
চোখের জলে ভাসিস না
এই বুকে কি দুঃখ আছে
তুইতো খবর রাখিস না।


তুই এসে দিস সব ভাসিয়ে
কারো কথা মানিস না
পার্টির সমর্থক ছাড়া ত্রাণ
কেউ পায় না জানিস না।


কখনো ঝরিস অঝোর ধারায়
কখনো আবার থাকিস না
ইচ্ছে মত আসিস আর যাস
মনের খবর রাখিস না।


বল তো চোখের আড়াল হতেই
কখনো তুই ভুলিস না
মুখ বুজে তুই যাস শুনে সব
একটা কথাও বলিস না।


সতীনের ডাক শুনলে পরে
থাকতে কেন পারিস না
মনে মনে যাই যে মরে
মরমে আর মারিস না।


যাবিই যদি যা তুই চলে
আর যেন তুই আসিস না
ভুলতে পারি বা না পারি
তুই আর ভালবাসিস ন।