বৃষ্টি কেন থমকে দাড়াও
একটুখানি হাতটা বাড়াও
বলতে তোমায় চাই
তুমি এসে জুড়ালে জ্বালা
চাই পরাতে গলায় মালা
সময় হবে ভাই।
সুদূর হতে এলে তুমি
পেরিয়ে কত মরুভূমি
খবর তুমি পেয়ে
জানলে বলো কেমন করে
জ্বালায় জ্বলে পুড়ে মরে
রয়েছি বসে চেয়ে।
তুমি এলে জোয়ার আসে
মনটা যেন হাওয়ায় ভাসে
খুশির সীমা নাই
না দাড়িয়ে যাচ্ছ চলে
একটি কথা রাখছি বলে
মনে দিও ঠাঁই।
মনে রেখো যেও না ভুলে
থাকব বসে জানালা খুলে
একটু দিও ডাক
অঝোর ধারায় ঝরে ঝরে
দিও সেদিন মনটা ভরে
দুলবে নীপ শাখ।
যুগে যুগে এমনি করে
সৃষ্টিতে বুক উঠছে ভরে
সময় যে তার নাই
বৃষ্টি এলে ঘরে কে থাকে
পথ আটকে একটু তাকে
প্রাণের কাছে চাই।