করছটা কি তোমরা সবাই
কেমন করে পারছ
আর কিছু নয় তোমরা নিজের
ভাইকে দেখি মারছ।


কেউ কি নিজের অধঃপতন
এমন করে চায়
কেমন করে দিচ্ছে বিবেক
এমন কাজে সায়।


দেখছি সবার স্বাধীনতা
চাইছ নিতে কেড়ে
পছন্দ না হলেই দেখি
যাও মারতে তেড়ে।


এমন করে মানুষ মারে
তাও সে নিজের ভাই
মুখ টিপে যে হাসছে সবাই
তাদের কি দোষ ছাই।


লাগিও না তোমরা আগুন
নিজের ঘরে আর
দেখ না পুড়ে ঘর তোমাদের
হচ্ছে যে ছারখার।


ভাইয়ের সাথে মিলেমিশে
থাকতে শেখ ভাই
শক্তিশালী হতে ঐক্যর
তুলনা জেনো নাই।


অতি সাধারণ কথা বটে
তোমরা গেছ ভুলে
তবে এমন ভুলই থাকে
সর্বনাশের মূলে।