ব্যর্থ প্রেম দিবস
অমরেশ বিশ্বাস


ছুড়ে ফেলে দাও গোলাপগুচ্ছ
এনো না আমার কক্ষে
বুঝতে চাওনি রোদনের হেতু
কি বেদনা এই বক্ষে।


জ্বলছে আগুন বুকে মরুভূমি
বৃথা প্রেম নিবেদন
এত প্রেম তবু হবে না ভাবিনি
তৃষ্ণার প্রশমন।


ক্ষুধার অনলে পুড়ে মরি জ্বলে
পাইনে প্রেমের ঠাঁই
এমন জীবনে প্রেম দিবসের
কি অর্থ বলো ভাই!


হৃদয় অলিন্দে প্রেমের বেসাতি
নিয়ে ফেরে ফেরিওলা
অনেক সাধের দুটো কথা তারে
আজও হল না বলা।