রাজি আছি সব কথাতেই যে যা বলিস ভাই
যদি চেয়ার ছাড়তে বলিস রক্ষে তবে নাই।


চেয়ার পেয়ে চেয়ার ছাড়া সম্ভব কি হয়?
অনেক কষ্টে চেয়ার পাওয়া ছাড়া সহজ নয়।


চাই এই চেয়ার আঁকড়ে ধরে জীবন কেটে যাক
নিন্দে মন্দ করলে করুক বাজালে বাজাক ঢাক।


লোকের কথায় কি আসে যায় চেয়ার আমার চাই
ভুলেও চেয়ারখানার পানে তাকাসনে ভাই তাই।


স্বপ্নে দেখি আমার চেয়ার চায় কেড়ে কেউ নিতে
তেমনটা কেউ করলে ভারি মাসুল হবে দিতে।


চিনবে না কেউ আমাকে আর চেয়ার গেলে চলে
চাই চেয়ারে থাকতে টিকে যে কোন ছলে কলে।


চেয়ার ছাড়ার কথা শুনলে মাথা খারাপ হয়
চেয়ার ছাড়ার কথাটা তাই সহ্য মোটেই নয়।


তোদের মনে যা ইচ্ছে তাই করতে পারিস ভাই
এই জীবনে চাইনে কিছুই শুধু চেয়ারখানা চাই।