চাঁদ মামা চাঁদ মামা কোথা গিয়েছিলে
দুই সপ্তাহ পরে এসে দেখা দিলে।
চাঁদ বলে পৃথিবীর ঘুরি চারপাশে
সারা পৃথিবীটা ঘুরি আমি এক মাসে।
তুমি না থাকলে রাত কি নিকষ কালো
তুমি এলে রাত্তিরে ফুটফুটে আলো।
তোমরা যে আলো দেখো সে আমার নয়
সূর্যের আলো পেয়ে হই আলোময়।
তুমি যেই আকাশেতে ওঠো এক ফালি
ভাই দেখে খুশি হয়ে দেয় হাত তালি।
চাঁদ মামা চাঁদ মামা তুমি খুব ভাল
রাত জেগে তুমি দাও জ্যোৎস্নার আলো।
তুমি না থাকলে রাতে খুব ভয় পাই
মার কাছে কাছে থাকি সে সময় তাই।
তুমি এলে ছাদে যাই খুব মজা হয়
তখন আমার মনে থাকেও না ভয়।