ফেলে আসা দিন আসবে না ফিরে জানি কোনদিন আর
পিছনে তাকালে তবু ছেলেবেলা উঁকি মারে বার বার।
কত গাছে চড়া গাছ থেকে পড়া পিছু হতে মা'র ডাকা
সেইসব দিন স্মৃতি পটে আছে উজ্জ্বল হয়ে আঁকা।
এ পার ও পার করেছি পুকুরে সাঁতরিয়ে বার বার
জানি ফিরে পাওয়া যাবে না কখনো সেইসব দিন আর।
কালবৈশাখী হলে ছুটতাম ঝড়ে পড়া আম কুড়োতে
মনে পড়ে আহা ছিল কত মজা সুতো ছেড়ে ঘুড়ি উড়োতে।
জানতাম সুতো মজবুত হবে যদি দেওয়া হয় মাঞ্জা
বন্ধুরা মিলে খেলেছি কবাডি গাদি ধাপ্পা ও পাঞ্জা
লক্ষীর ভাঁড়ে পয়সা জমিয়ে খেয়েছি চাটনি ছোলা
ছেলেবেলা আজ খুব মনে পড়ে যায় না তা কভু ভোলা।