খোকন হাসে যখন তখন
     যখন তখন কাঁদে
হাত বাড়ালেই জাপটে ধরে
     মায়ার জালে বাঁধে।


হাত পা ছুঁড়ে জাহির  করে
         মনের খুশি তার
  সদাই আদর ভালবাসা
        পায় সে উপহার।


যখন-তখন ঘুমোয় খোকন
       যখন-তখন জাগে
খিদে যখন পায় খোকনের
     হাত পা ছোঁড়ে রাগে।


কাজের শেষে যখন এসে
    মা তাকে নেয় কোলে
তখন খোকন হাত পা ছুঁড়ে
   খুশির দোলায় দোলে।