ছোটু সকল কাজে পটু
নেই কোন তার তুলনা
কচরমচর গাজর চাবায়
বলে এ তো মূলো না।


স্বভাবে সে অন্য রকম
থির থাকে না হাত পা তার
পুকুরে নেমে ডুব সাঁতারে
নিমেষে করে পুকুর পার।


কাকু বলে নেই আর রেহাই
পাবেই ছোটু দণ্ড
যখন তখন সে করে দেয়
যে কোন কাজ পণ্ড।


কেউ বলে ছোটুকে এবার
দাও পাঠিয়ে রাঁচি
ছোটু বলে, ভারি মজা
হাত পা তুলে নাচি।