চোখে ঘুম নাই জেগে আছি তাই ঝরে শ্রাবনের ধারা
কেউতো জানে না গভীর রাতেও চোখ কেন নিদ হারা।
যে গেছে চলিয়া কিছু না বলিয়া সে যেন আসিয়া কয়
তোমারে ত্যজিয়া করিয়াছি ভুল ওগো প্রিয় রসময়।
বাঁধিয়া রাখিতে চাই নাই তারে যখন চেয়েছে যেতে
চেয়েছে মুক্তো আকাশে উড়িয়া সুখের নাগাল পেতে।
তার সুখে সুখী চেয়েছিনু হতে পাইনি দুঃখ তাই
বাঁধন আলগা করিয়া দিয়াছি যখন বলেছে যাই।
দু চোখ বুজিলে সহসা আসিয়া পরশ বুলায়ে যায়
মনে হয় তাই জেগে থাকি ঠায় তাহার অপেক্ষায়।
মনে হয় আছে আশেপাশে কাছে সে কি যেতে পারে দূরে
কেমন করে সে চলে যেতে পারে হৃদয়ের তারে জুড়ে।
জ্যোৎস্না বিছানো পথ ধরে আসে হাসনুহানার গন্ধ
ডেকে কয় জেগে রয়েছ এখনো আঁখি কর নাই বন্ধ।
সময় যখন আসে যাওয়ার না গিয়ে উপায় নাই
চাই নাই যেতে তবুও জানবে যেতে যে হয়েছে তাই।
ভাগ্যের সব পরিহাস মেনে নিতে সবাইকে হয়
তাই বলে এইভাবে কখনই রাত জাগা ঠিক নয়।