ও গিন্নী আর দু হাতা ডাল দিয়ে যাও পাতে
ছিল না জানা এত যাদু আছে তোমার হাতে।
সে কথা শুনে গিন্নী যেন হলেন রেগে লাল
জান এখন কত টাকায় বাজারে মেলে ডাল।
রুটিই শুধু চাইতে পার ডাল একটুও নয়
এখন মাসে দু একদিনই মেনুতে ডাল রয়।
প্রভুর নাম গাই কি করে জোটে না রুটি ডাল
ভাবিনি জীবনে আসতে পারে এরকম অকাল।
ডাল রুটিতে বেঁচে থাকার স্বপ্ন গেছে টুটে
ভারতবাসী ডালের জন্য মরছে মাথা কুটে।