দাদু সেদিন তার টাকে তেল মাখাচ্ছিল বসে
দুষ্টু কাকটা মাথায় নোংরা করে দিল এসে।
রে রে করে তেড়ে গেল দাদু সেই কাকটাকে
বলে নোংরা করার জায়গা পেলি শেষে টাকে।
কাক বলে, না বুঝে করে ফেলেছি অন্যায়
জেনে শুনে পাপের ভাগী কেউ কি হতে চায়।
কাকটা বলে তোমার মাথায় নেই একটাও চুল
ওটা তোমার মাথা বুঝতে হয়েছে তাই ভুল।
এই সেদিনও চুলে ভরা ছিল তোমার মাথা
লাগত ভাল দেখতে তোমায় লাগছে এখন যা তা।
দাদু বলে জ্বালাস নে আর যা তুই এখন চলে
দুখের কথা যায় না বলা যায়রে অঙ্গ জ্বলে।
কাকটা বলে দুঃখ পুষে রাখবে মনে যত
কমবে না তা জেনে রেখো বাড়বে আরও তত।
দাদু বলে তোর দিদিমা ছিঁড়েছে চুল টেনে
তুই বলবি এই কথাটা যায় না নেওয়া মেনে।
মানবি না তুই কেউ মানে না করার  কিছুই নাই
মনের দুঃখের কথা কাউকে বলব না আর তাই।