মুখে কালো কাপড় বেঁধে
   ডাকাত এলো রাতে
দা কাটারি লাঠি বন্দুক
    মশাল নিয়ে হাতে।


হঠাৎ কোথা থেকে এলো
     রে রে করে তেড়ে
টাকা কড়ি সোনা গয়না
     নিতে সবই কেড়ে।


কাঁপছে সবাই ঠক ঠকিয়ে
       ডাকছে ভগবান্‌
কোথায় আছ দয়াল হরি
      বাঁচাও এসে প্রাণ।


ডাকাত বলে দেরি নয় আর
      যা আছে দাও এনে
ফন্দি ফিকির খাটাও যদি
      মরবে রেখো জেনে।


লোক ঠকানো টাকায় ভরে
       রেখেছ সিন্দুক
   সুদ আসলে গুনে নিতে
       করব না ভুল চুক।


পরার কাপড় পায় না যারা
    জোটে না যাদের অন্ন
লুটের টাকা পূজোয় খরচ
       হবে তাদের জন্য।


ডাকাত ছাড়া দীন দুঃখীদের
       কথা কে ভাবে আর
   যাচ্ছি চলে। থানায় খবর
         দিও না খবরদার।