ঘরে ডিম পেড়ে হাস জলে যায় ভাসতে
জল পেলে আর ঘরে চায় না সে আসতে।
বহু ডাকাডাকি শেষে ঘরে আসে নিত্য
তাই দেখে মালিকের জ্বলে যায় পিত্ত।
ডিম দেওয়া হাঁস বলে সয় শত বায়না
এরকম হাঁস হাত ছাড়া হোক চায় না।
সন্ধ্যায় ঘরে ফিরে হাঁস খুদ কুঁড়ো খায়
সব রাগ জল হয় ডিম বেচে হলে আয়।
কিন্তু সে হাঁসটার ভাগ্য যে মন্দ
একদিন হল তার ডিম দেওয়া বন্ধ।
ঠিক হল ভুরি ভোজে হবে তার রান্না
ভাগ্যে কি আছে বুঝে জুড়ে দিল কান্না।