সুখের  নেশায় আমরা মেতেছি
না জেনে মরণ ফাঁদ যে পেতেছি
ক্রমেই যাচ্ছি জড়িয়ে
ছাড়াতে চাইলে ছাড়ছে না আর
প্রতিফল পেতে হবেই যে তার
সময় যাচ্ছে গড়িয়ে।


বসে বসে বৃথা কালক্ষয় নয়
অনেক হয়ে গেছে নয়ছয়
যাচ্ছ  অতলে তলিয়ে
বিবেক দিচ্ছে শুধু ধিক্কার
অন্যায় মানা যায় না তো আর
জগৎটা সে দেবে টলিয়ে।


কোথায় যাচ্ছ, কি তার ঠিকানা
যদি না থাকে ঠিকমতো  জানা
হবে না ঘরেতে ফেরা
বৃথা হবে তবে সব ছোটাছুটি
হানবে সবাই  তখন ভ্রূকুটি
মায়াজালে শুধু ঘেরা।