থমকে দাঁড়ায় বন্ধ বাতাস
কলম চায় না চলতে খাতায়
চতুর্দিকে অন্ধকার
উঠোন ভরা ব্যাঙের ছাতায়।


স্যাঁতসেঁতে ঐ নর্দামাটি
সাগরে তুফান তুলছে ঢেউ
সিসি টিভি ক্যামেরা চালু
আগন্তুক আশার কেউ।


থ মেরেছে তালগাছটা
ধর্ষনের সাক্ষী সে
কোথায় এবার পালিয়ে যাবি
এবার তবে জবাব দে।


কলম টেনে থামতে বলে
নোংরা কত মাখবে আর
আরও কত নামবে নীচে
দেবে পরিচয় মূর্খতার।


পচা পুকুরে যে দেয় ডুব
সংবাদে হয় খুব প্রচার
অসহয়তায় মানুষ মরে
খাতির যত্ন খুব হয় তার।


সবার চোখে পটি বাঁধা
পুকুর চুরি হচ্ছে তাই
কলম বলে আর পারিনে
থামাও এবার আমায় ভাই।