বনতলে বসে বসে বেলা বয়ে যায়
তবু ঘরে ফিরিবারে মন নাহি চায়।
টুপ টুপ করে ঝরে পড়ে কত ফুল
তবে ভাবনাতে হয়ে গেল না তো ভুল।
পাখি ঝাপটায় ডানা ফিরে যাবে ঘরে
বাসা টানে ফেরে তাই সারা দিন পরে।
হেথা কেহ নাহি রয় সবে ফিরে যায়
সাঁঝ বাতি জ্বলে উঠে ডাকে ফিরে আয়।
মনের ঠিকানা খুঁজে পায় কয় জন
খুঁজে খুঁজে হয়রাণ কোথা প্রিয়জন।
সময় আপন মনে ছোটে পাল তুলে
বিস্বাদ স্মৃতিগুলো যাওয়া ভাল ভুলে।
হরেদরে সকলেই খালি হাতে ফেরে
কেউ যেতে পারে নাই সব কাজ সেরে।