হে রাম মোহন বড় প্রয়োজন ফিরে এসো এক বার
আঁধারে ঢেকেছে চারদিক কিছু দেখা যাচ্ছে না আর।
যত কলঙ্ক মুছে গিয়েছিলে জমেছে অধিক তার
সবাই কালিমা লিপ্ত করছে কেউ করে না পরিষ্কার।
বড় দুর্দশা, দুর্নীতি হীন মানুষ যায় না পাওয়া
জলাঞ্জলি সব দিয়ে উড়াচ্ছে দিন বদলের হাওয়া।
নারীদের সম্মান ধুলোয় মিশেছে তারা বড় অসহায়
এখন প্রায়শঃ নারী কণ্ঠের আর্ত চিৎকার শোনা যায়।
হায়নার দল ওত পেতে রয় কামের আগুন জ্বেলে
কি ভাববে আর তাদের মধ্যে যদি মনুষ্যত্বই না মেলে।
নারী ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়েছে প্রায়
একে বর্বর আদিমতা ছাড়া আর কি বা ভাবা যায়।
পৃথিবীতে কন্যা সন্তানের আগমন কেন অভিপ্রেত নয়
আতুর ঘরে কত কন্যার জীবন শুরু আর শেষ হয়।
তুমি কোনদিন ভাবনি এমন হবে সতীদাহ শেষ হলে
বেঁচে থেকে ওরা আগের মতই এখনও মরছে জ্বলে।