ভোলার মত ঝোলা কাঁধে প্রায়ই পড়ি বেরিয়ে
ভাবি চলে যাব অনেক দূরে
থাকব সুখে গিয়ে অচিনপুরে
যেতে গিয়েও পারি না যেতে লক্ষণ রেখা পেরিয়ে।


বার বার হিমালয়ে গিয়ে অনুভব করেছি পিছনে টান
সম্ভব হয়নি ধ্যানে নির্লিপ্ত মনঃসংযোগ
সকল বাসনা ত্যাগের সঙ্কল্প হয়েছে পরাভূত
চন্দ্রবদন করেছে চিত্ত বিচলিত তায় ব্যাকুল হয়েছে প্রাণ।


সারমেয় করে চিৎকার শুনে প্রাণ ভয়ে কেঁপে ওঠে
খিল টেনে দিই দরজাতে তাড়াতাড়ি
সন্ধ্যা হতে চলল নির্ভয়া ফেরেনি বাড়ি
সব হারিয়ে লজ্জা বাঁচাতে সে মুখ ঢেকে ঘরে ছোটে।


নিজের কাছে নিজে হেরে গিয়ে জানালায় মাথা ঠুকি
সাজানো স্বপ্ন সাগরের ঢেউয়ে ধুয়ে যায়
বেলা ভূমিতে পুনরপি সৌধ গড়ার খেলা
দৃঢ় প্রত্যয় ধুঁকছে এখন আশা ছিল একদিন হবে সুখী।